বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত কাপড়ের জন্য বিখ্যাত, শিক্ষা-সাংস্কৃতি ও শিল্পোন্নত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য একটি জেলা নরসিংদী। এই নরসিংদী জেলার সদর উপজেলার আওতাধীন চারদিক মেঘনা নদী দ্বারা পরিবেষ্টিত ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন আধুনিক শিক্ষা বিপ্লবের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী ইব্রাহিম খলিল নামের ভাবুক ও জনহিতৈষী এক ব্যক্তি। তিনি বড় হওয়ার পর শিক্ষার প্রয়োজনীয়তা এবং অত্র এলকার নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা হাড়ে হাড়ে টের পান। তাই তিনি নিজস্ব চিন্তা ভাবনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আমি আমার এলাকায় আদর্শ, উন্নত মানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো – ইনশা—আল্লাহ্।
আল্লাহ্ তায়ালা তাঁর মনের আশা আকাঙ্খা কবুল করলেন এবং তিনি ইউরোপের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ২০১৫ সালে সর্বপ্রথম প্লে-গ্রুপ থেকে “স্বপ্নপূরণ ডিজিটাল একাডেমী” নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি খুব দ্রুত সময়ের মধ্যেই নরসিংদী জেলার অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিতি লাভ করে এবং ২০১৯ সালে সর্বপ্রথম PEC পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ GPA-5 সহ নজরপুর ইউনিয়নের বরাদ্ধ ৬টি সাধারণ বৃত্তির ৫ টি অর্জন করে।এরপরে ২০২০ সালে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বন্ধুবান্ধবদের পরামর্শে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে “স্বপ্নপূরণ ডিজিটাল একাডেমী” এর পরিবর্তে “ইবরাহীম খলিল ডিজিটাল একাডেমী” নামে নামকরণ করা হয় এবং ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিধি মোতাবেক ৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে ১জন ট্যালেন্টফুল গ্রেডে বৃত্তি সহ ৪জনই বৃত্তি পেয়ে নরসিংদী জেলায় আধুনিক শিক্ষার ধারক ও বাহক হিসেবে সুখ্যাতি অর্জন করে । প্রতিষ্ঠানটি বর্তমানে (২০২৩ সালে) প্লে-গ্রুপ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রায় ৪০০ শিক্ষার্থী নিয়ে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পাঠদান করে আসছে।
নারীশিক্ষার অগ্রগতিসহ একটি দক্ষ, মননশীল জাতি উপহার দেবার মানসে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সূচনালগ্ন থেকেই শিক্ষাদান প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখে আসছে।প্রতিষ্ঠানটির শিক্ষায়তনে পাঠদানের পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। স্কুল প্রতিষ্ঠার শুরুর দিকে স্কুলের চার পাশ দুর্গম থাকলেও বর্তমানে প্রতিষ্ঠাতার নিজস্ব অর্থায়নে এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ও জনসাধারণের আন্তরিকতায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন সাধিত হয়েছে। “শিক্ষাই মুক্তি” এ স্লোগানকে ধারণ করে অত্র একাডেমীর শিক্ষার্থীদের গৌরবময় সাফল্য উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নরসিংদী জেলার অন্যতম আদর্শ ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছে ।
স্কুলের সামগ্রিক কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ‘একাডেমিক ক্যালেন্ডার’ অনুসরণ করা হয়। প্রত্যাহিক সমাবেশ, সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও
জাতীয় দিবস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসে শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে থাকে। আবৃত্তি, সঙ্গীত, বিতর্ক প্রতিযোগিতা সহ একাডেমীতে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের তৎপরতা আশাব্যঞ্জক। অত্র একাডেমীর প্রতিষ্ঠাতা এবং সভাপতির সার্বিক সহযোগীতায়, সৎ ও সুদক্ষ প্রধান শিক্ষকের নিবিড় পর্যবেক্ষণে, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় আধুনিক সভ্যতার অগ্রযাত্রার ধারাবাহিকতায় এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির শুরুলগ্ন থেকেই অত্যন্ত কঠোর নিয়ম শৃঙ্খলা,প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন অত্র একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক জনাব, মো: খলিলুর রহমান।
যিনি সর্বদা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ইব্রাহিম খলিল সাহেব একজন ফিনল্যান্ড প্রবাসী প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তাঁর ব্যবসার আয়ের অংশ দিয়ে শিক্ষার সঠিক আদর্শ বাস্তবায়ন ও আলোকিত সমাজ গড়ার লক্ষে প্রতিষ্ঠানের যাবতীয় খরচ বহন করেন।
ধন্যবাদান্তে,
ইবরাহীম খলিল ডিজিটাল একাডেমী
ঠিকানা : গ্রাম: আলীপুর, পোস্ট: নজরপুর, উপজেলা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ আইকেডিএকাডেমী কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited